সোহাঈদ খান জিয়া
চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বাগাদী গাছতলায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৮ টায় বাগাদী গাছতলা এলাকায় অবরোধকারীদের হামলায় যাত্রী ও চালকসহ ১৫ জন আহত হয় এবং সিএনজি স্কুটার অটোবাইক অ্যাম্বুলেন্সসহ কমপক্ষে ১০টি গাড়ি ভাংচুর করা হয়। পিকেটাররা চলন্ত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এমনকি গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে। প্রায় ঘন্টা খানেক ধরে ভাংচুরের ঘটনা ঘটে।
এ সময় পুরো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রী ও চালকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে মানুষ পায়ে হেঁটে যেতেও সাহস করেনি। সড়কে গাড়ি না চলায় আহত যাত্রী ও চালকদেরকে বাগাদী চৌরাস্তায় প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও আশঙ্কামুক্ত হয়নি তারা।