স্টাফ রির্পোটার ॥ পারিবারিক কলহের জের ধরে খুশিদা বেগম (৪৫) নামে এক বৃদ্ধাকে মারধরে রক্তাক্ত জখম করে তাকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ ইসলামপুর গাছতলা গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত খুশিদা বেগম ওই বাড়ির মিজানুর রহমান মজুমদারের স্ত্রী। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তার পরিবারের আরো ৩/৪ জন কমবেশি আহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। আহত পরিবারের লোকজন জানায়, একই বাড়ির মোখলেসুর রহমান মজুমদারের স্ত্রী শাহিদা বেগম তারই দেবর মিজানুর রহমানের স্ত্রী খুশিদা বেগমের পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করেন। শাহিদা বেগমের এমন বকাঝকায় বিরক্ত হয়ে খুশিদা বেগম প্রতিবাদ জানালে, তারা উভয় পক্ষ ঝগড়ায় জড়িয়ে পড়েন। ঝগড়ার এক পর্যায় মোখলেসুর রহমান মজুমদার, তার স্ত্রী শাহিদা বেগম, ছেলে রাসেল ও মেয়ে আইরিন আক্তার একত্রিত হয়ে ইট ও বাঁশ দিয়ে খুশিদা বেগমের মাথায় আঘাত করেন। এতে খুশিদা বেগম রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করায়। তারা আরো জানায়, আহত খুশিদা বেগমের দু’ ছেলে নেছার (২১), হান্নান (২৮) ও মেয়ে তানিয়াকেও লাঠি দিয়ে আঘাত করেন।
এদিকে এমন মারধরের ঘটনা সর্ম্পকে অভিযুক্ত মোখলেসুর রহমান ও তার দু’মেয়ে জানায়, শুধু খুশিদা বেগম একাই আহত হয়নি। খুশিদা বেগমের পরিবারের লোকজন ও তার স্ত্রী শাহিদা বেগমকে মেরে রক্তাক্ত জখম করেছেন। তাদের হামলায় শাহিদা বেগমও গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তিনি আরো জানান, তার ভাই মিজানুর রহমানের সাথে অনেক আগে থেকেই বাড়ির জায়গা নিয়ে বিরোধ রয়েছে। তার ভাইয়ের সাথে যে ঝামেলা রয়েছে তা অনেক আগেই তিনি ভাগ ভাটোয়ারা করে দিয়েছেন। ঘটনারদিন ভোরে তাদের পাকের ঘরের খুঁটি ভেঙ্গে পড়ে থাকতে দেখে তার স্ত্রী এমনিতেই যারা এ পথ দিয়ে হাটেন তাদের উদ্দেশ্যে এপথ দিয়ে না হাটার জন্য বকাঝকা করেন। তখন খুশিদা বেগম উত্তর দিলে তাদের দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার জাকির হোসেন খানের সাথে কথা হলে তিনি বলেন, তাদের এ সমস্যা অনেক আগে থেকেই। তাদের দুই পরিবারের মাঝে প্রায়ই এধরনের ঝগড়ার ঘটনা ঘটেছে। তবে বৃহস্পতিবার সকালে যা ঘটেছে সে বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। তবে শুনেছি তাদের উভয় পক্ষের মাঝে ঝগড়া হয়েছে। তারপরেও যখন একটা ঘটনা ঘটেছে তা আমরা সামাজিক ভাবে বসে মিমাংশা করবো।