স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলা ব্রিজের উপর থেকে দ্রুতগামী একটি সিএনজি স্কুটার নিচের দিকে নামার সময় সামনের চাকা ভেঙ্গে যাত্রী ও চালক গুরুতর আহত হয়। আহতদের মধ্যে যাত্রীর বা চোখ উপড়ে যাওয়াসহ ও হাত-পা ভেঙ্গে যায়। আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়। এ দুর্ঘটনাটি ঘটেছে গতকাল ৯ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়।
জানা যায়, রায়পুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি স্কুটার চাঁদপুরের দিকে আসে। এ সময় সদর উপজেলার গাছতলা ব্রিজের উপর থেকে দ্রুতগামী সিএনজি স্কুটারটি নিচের দিকে নামার সময় সামনের চাকা ভেঙ্গে যাত্রী ও চালকসহ সিএনজি স্কুটারটি কয়েকবার উল্টে গিয়ে পাশের ড্রেনের উপর পড়ে। এ সময় সিএনজি স্কুটারের ভেতরে থাকা অজ্ঞাত যাত্রীর বা চোখ উপড়ে মুখম-ল থেতলে যায়। অপরদিকে ফারুকের হাত ও পিঠে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে আশঙ্কাজনক অবস্থায় যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করে।
এদিকে সিএনজি স্কুটারটি দুর্ঘটনার কবলে পড়ার কারণ হিসেবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতিতে সিএনজি স্কুটারটি চালিয়ে ব্রিজ থেকে নামার সময় এ দুর্ঘটনাটি ঘটে। সিএনজি স্কুটারটির চালক কোনরকম প্রাথমিক চিকিৎসা নিয়ে একটি দালাল চক্রের সহায়তায় হাসপাতাল থেকে দ্রুত চলে যায়। গাছতলা ব্রিজের কাছে যেখানে সিএনজি স্কুটারটি পড়েছিলো সেখানে গিয়ে উৎকোচের বিনিময়ে সিএনজি নিয়ে পালিয়ে যায়। জানা যায়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে একটি চক্র ঘুরেবেড়ায় তারা কখনো নিজেকে সাংবাদিক, কখনো মানবাধিকার কর্মী বা কখনো ডাক্তারের সহকর্মী বলে পরিচয় দেয়। কোনো মূমূর্ষু রোগী হাসপাতালে আসার সাথে সাথে এসব চক্ররা তাদের সিন্ডিকেটের মাধ্যমে খবর পেয়ে যায়। দ্রুত ছুটে এসে গুরুতর আহত রোগীকে নানা প্রশ্ন করতে থাকে। যদি কোনো সড়ক দুর্ঘটনার কারণ হয় তাহলে তারা পুলিশকে অবহিত না করে যানবাহনের চালক ও মালিকের যোগসাজসে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি করছেন সচেতন মহল।