আগামী ২২ নভেম্বর ২০২২ ইং তারিখ হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে,গাজী মোঃ বিল্লাল সভাপতি প্রার্থী হিসাবে পৌরসভার তৃনমুলের সকল নেতাকর্মীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি স্কুল জীবনে বঙ্গবন্ধুুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ক্রিয়া-চক্রের সাধারণ-সম্পাদক হিসাবে রাজনীতৈক জীবন শুরু করেন। এরপর একে একে ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন ও ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনে বহু মিথ্যা মামলার আসামী হয়ে কারভোগ করেন।
পরবর্তীতে ধারাবাহিক ভাবে আওয়ামী রাজনীতিতে প্রথমে, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার-সম্পাদক, পরে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারন-সম্পাদক, হাজীগঞ্জ পৌর যুবলীগের সাধারন-সম্পাদক, ও হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি, এবং বর্তমানে চাঁদপুর জেলা যুবলীগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ ৩০ বছর রাজনৈতিক জীবনে ভোগ থেকে ত্যাগই গাজী মোঃ বিল্লাল এর মূল লক্ষ্য ছিল। ডিজিটাল বাংলাদেশ গড়ায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি তাঁর রাজনৈতিক কর্মকান্ড আরো বেশী বেগবান করবেন বলে জানিয়েছেন।