স্টাফ রিপোর্টার:
নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে গাড়ী ভাংচুর-গ্রামীন সড়ক ও মিছিলের মধ্য দিয়ে ১৮দলীয় জোটের টানা অবরোধের প্রথম দিন অতিবাহিত হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থানে নাশকতার অপরাধে আটক করেছে ১৭জনকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার লাগাতার অবরোধ চলাকালে জেলার কচুয়া উপজেলার বাছাইয়া গ্রামে একটি গ্রামিণ সড়ক কেটে দিয়েছে অবরোধকারীরা। সদরের ঘোষেরহাট থেকে বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১৭ জনকে আটক করেছে। এর মধ্যে ১৫ জন বিএনপি’র ও ২ জন জামাতের।
সকাল সাড়ে ১০টায় অবরোধ সফল করতে ১৮দলীয় জোট জেলা বিএনপির কার্যালয় সম্মুখ থেকে শহরে একটি মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষীণ করে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, শহর যুবদলের আহবায়ক মো. কাদের বেপারী, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, শহর জামায়াতের সেক্রেটারী আরিফ উল্যাহসহ ১৮দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবরোধের সফল করতে মিছিল করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও কাজী গোলাম মোস্তফা। মিছিলে বহু সংখ্যক নেতা-কর্মী অংশ নেয়।
শহরের কলেজ গেইট এলাকা থেকে অবরোধ সফল করতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের কুমিল্লা রোড প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। একই সময় জেলা স্বেচ্চাসেবকদলের আহবায়ক অ্যাড. জাহাঙ্গীর খান ও সদস্য সচিব হযরত আলী ঢালীর নেতৃত্বে আরেক মিছিল বের হয়।
অপরদিকে অবরোধ ও বিএনপি-জামায়াত জোটের দেশব্যাপী হত্যা, নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে আদালত এলাকা থেকে একটি শান্তি মিছিল বের করে কুমিল্লারোড প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ করে। সমাবেশে জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অবরোধে চাঁদপুর থেকে আন্তঃজেলা কোন বাস ছাড়েনি। তবে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।