চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামে গাজী বাড়িতে রাস্তার জায়গা নিয়ে ঝুমা আক্তার (৫) নামে শিশুকে পিটিয়ে যখম করলেন পাষণ্ড কাকা। সন্তানকে বাঁচাতে গিয়ে দেবরের হামলায় ভাবী ফেরদৌসি বেগম (৪০) চোখ আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বালিয়া ইউনিয়নের পরিষদ সংলগ্ন কাজী বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণীতে জানা যায়, গাজী বাড়ির রুহুল আমিন গাজীর ক্রয়কৃত রাস্তার জায়গা নিয়ে তার চোট ভাই শাহআলম গাজীর সাথে বিরোধ চলে আসছিলো। রুহুল আমিন গাজী বাড়ি করার পর তার ছোট বোন আমেনা বেগমের কাছ থেকে এক বৎসর পূর্বে আসা যাওয়ার জন্য সম্পত্তি ক্রয় করে রাস্তা নির্মাণ করে। এই নিয়ে তার ভাই শাহআলম গাজী রাস্তা করতে বাঁধা দেয়ায় প্রায় ২০-২৫ বার শালিশী বৈঠকের মাধ্যমে সমাধান হয়। ঘটনার দিন সকালে ঐ রাস্তায় মাটি দিয়ে সমান করার সময় শাহআলম গাজী ক্ষিপ্ত হয়ে টাকা দাবি করে আবার কাজে বাঁধা দেয়। রাস্তার পাশে রুহুল আমিন গাজীর মেয়ে জুমা আক্তার খেলাধূলা করার সময় পাষন্ড শাহআলম গাজী ও তার স্ত্রী শাহিনা বেগম পেছন থেকে এসে তাকে মারধোর করে আহত করে। শিশু ঝুমার আক্তারকে তার মা বাঁচাতে গেলে শাহআলম গাজী লাঠির আঘাতে শাহিনা বেগমের বাম চোখ আঘাতপ্রাপ্ত হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। শিশু ঝুমা আক্তারকে ও তার মা ফেরদৌসি বেগমকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
রুহুল আমিন গাজী জানায়, ভাইয়ের সাথে রাস্তার জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। বোনের কাছ থেকে জায়গা ক্রয় করে রাস্তা নির্মাণ করতে ছোট ভাই শাহআলম গাজী চাঁদা দাবি করে। এ ঘটনা চেয়ারম্যান মেম্বারকে জানালেও কোন কাজ হয়নি। অবশেষে সালিশী বৈঠকের মাধ্যমে সিদ্ধান্তের পর মাটি কেঁটে রাস্তা নির্মাণ করার সময় পুনরায় বাঁধা প্রদান করে স্ত্রী সন্তানকে আহত করে।
এ ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।