স্টাফ রিপোর্টার ॥ অন্যের জায়গা দিয়ে জোর করে চলাচলের রাস্তার জন্য প্রতিপক্ষের দু’দফায় হামলায় নারী, পুরুষসহ একই পরিবারের ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের পূর্ব গুলিশা গ্রামের মিজি বাড়িতে। এ ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই বিপ্লব চন্দ্র নাহা সর্ঙ্গীয়ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তা তদন্ত করে আসেন।
আহতরা হলেন, ওই বাড়ির আবু তালেব মিজি (৬৫), তার স্ত্রী সাজেদা বেগম (৫৫) মেয়ে জাহেদা বেগম (৩২) ও ছেলে ইব্রাহিম মিজি (৩০)। তারা সবাই দু’ধফায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন।
আহত আবু তালেব মিজি জানান, একই এলাকার মান্নান গাজী, খোকন গাজী ও মজিবুর রহমান মজু দেওয়ানের সাথে বহুবছর ধরে বাড়ির বেশ কয়েক শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে।এ নিয়ে তিনি তাদের বিরুদ্ধে চাঁদপুর আদালতে বেশ ক’টি মামলাও দায়ের করেছেন এবং সেই মামলাগুলোর রায় আদালত তার পক্ষে দিয়েছে বলে তিনি জানান। সাত আট বছর আগেও একটি মামলার রায় তার পক্ষে হলে আদালতের হস্তক্ষেপে সার্ভেয়ার দিয়ে তার দলিলের দাগ অনুযায়ী তার জায়গা তাকে বুঝিয়ে দিয়ে সীমানা নির্ধারণ করে দেয়া হয়। তারপর থেকে ওই এলাকার মজিবুর রহমান মজু দেওয়ান, মান্নান গাজী, খোকন গাজী, বিল্লাল গাজী, মুক্তার গাজী, আবুল বেপারী, মনির হোসেন বেপারী, হানিফ বেপারী, সাদ্দাম বেপারী ও ফারুক বেপারী গংরা প্রায় সময় তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন।
আবু তালেব মিজির পরিবারের লোকজন আরো জানায়, উল্লেখ্যিতরা তাদের জায়গা দিয়ে জোর জুলুম করে হেটে যাওয়ার সময় তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন অশালীন বাক্য উচ্চারণ করে। এ নিয়ে তাদেরকে প্রতিবাদ করলে তারা সকলে একত্রিত হয়ে আবু তালেব মিজির পরিবারকে মারধর করতে আসে। গত ৪ সেপ্টেম্বর সোমবারদিনেও মজু দেওয়ান লুঙ্গি উল্টিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বকাঝকা করে যাওয়ার সময় তার প্রতিবাদ জানালে তারা জাহেদা বেগমকে মেরে রক্তাক্ত জখম করে। ওই ঘটনার প্রেক্ষিতে বুধবারদিন স্থানীয় চেয়ারম্যান সেখানে গেলে অভিযুক্তরা পুনরায় তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় অভিযুক্তরাসহ হানিফ বেপারী ও তার ছেলে সাদ্দাম তাদের সাথে গায়ে পড়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এবং তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে মারধর করে গুরুতর আহত করেন।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এস আই বিপ্লব চন্দ্র নাহা জানান, আবু তালেব মিজি ও মজিবুর রহমান মজু দেওয়ানরা মারামারি করলে স্থানীয় চেয়ারম্যান আমাকে কবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে মারামারি না করার জন্য বুঝিয়ে দিয়ে আসি। এরপর কি হয়েছে তা বলতে পারবো না।
এব্যাপারে হানিফ বেপারী বলেন, আমি আবু তালেব মিজি,র কাছ থেকে ৩৭ শতাংশ জমি ক্রয় করেছি। তিনি আমার জায়গায় পাইপ দিয়ে বৃষ্টির পানি ফেলে এজন্য তাদের সাথে ঝগড়া হয়েছে। তারাও তো আমাদের মেরেছে।