ফাহিম শাহরিন কৌশিক
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জন উপজেলার পাটওয়ারী বাজার এলাকার গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে আগুনে জ্বলসানো নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গুরুতর মুমুর্ষু অবস্থায তাকে গত শুক্রবার রাত সাড়ে ১২টায় চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেলের বার্নইউনিটে রেফার করেন। জানা যায়, ফরিদগঞ্জ পাটোয়ারী বাজার এলাকায় ফরহাদ পাটওয়ারীর স্ত্রী শাহিনা বেগম তার স্বামীর সাথে অভিমান করে কেরোসিন গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঘটনার দিন সন্ধায় স্বামী স্ত্রীর সাথে পূর্বের ঘটনায় জের ধরে বাক বিতন্ডা সৃষ্টি হয়। রাতে স্বামী ফরহাদ পাটোওয়ারী শাহিনার গায়ে হাত তুললে সে অভিমান করে ঘরে থাকা কেরোসিন গায়ে ঢেলে আগুন দেয়। এসময় আগুনে দগ্ধবস্থায় শাহিনা বেগমকে তার শ্বশুর বাড়ির লোকজন উদ্ধার করে দ্রুত সিএনজি স্কুটার যোগে চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দীর্ঘক্ষন তাকে দেখে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করে। খবর পেয়ে চাঁদপুরের প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিক প্রিমিয়ার হাসপাতালে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাহিনা বেগমের স্বামী ফরহাদ ও তার আত্মীয় স্বজন বিভ্রান্তি মূলক তথ্য প্রদান করে। তারা জানায়, বাচ্চার দুধ গরম করার জন্য স্টপ জালানোর সাথে সাথে তা বিস্ফোরন হয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রকৃত ঘটনা আড়াল করে গৃহবধু শাহিনা বেগমের স্বামী ও তার স্বজনরা অপপ্রচার করে। ঘটনাটি স্বামীর সাথে অভিমান করেই শাহিনা তার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। প্রিমিয়ার হাসপাতালের ডাক্তার মোবারক হোসেন চৌধুরী জানায়, গৃহবধুর মুখমন্ডল ও শরীরে কেরোসিনের আগুনে জ্বলসে গেছে। প্রায় ২৫% জ্বলসানোর কারনে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।