প্রতিনিধি=
চাঁদপুর শহরের মমিনপাড়ায় স্বামীর বাড়িতে মৃত্যু হয়েছে গৃহবধূ হাজেরা বেগম (১৭)-এর। আর এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন সেন্ট্রাল হাসপাতাল ভাংচুর করে। এ সময় তারা হাসপাতালে থাকা ওয়ার্ড বয় ও দারোয়ানকেও মারধর করে। আহত হন ডাঃ জাহিদ, পরিতোষ, সিদ্দিকসহ ওয়ার্ড বয়।
জানা যায়, শহরের মমিনপাড়া মুন্সি বাড়ির ফজলুল হক মুন্সির ছেলে শরীফের সাথে আড়াই মাস আগে বিয়ে হয় খন্দকার বাড়ির স্কুল পড়�য়া ছাত্রী হাজেরা বেগমের। হাজেরা পীর মহসিন বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই শরীফদের বাড়ির লোকজন হাজেরাকে সহ্য করতে পারতো না। বিভিন্ন সময় স্বামী ও পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্য হতো তার। গতকাল হাজেরার স্বামীর সাথে রাতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাজেরাকে বেদম মারধর করে মৃত অবস্থায় সেন্ট্রাল হাসপাতালে এনে ভর্তি করিয়ে স্বামীর বাড়ির লোকজন পালিয়ে যায়।
এ খবর শুনে নিহতের বাবার পরিবারের লোকজন এসে হাসপাতালে ভাংচুরসহ স্টাফদের মারধর করে। খবর পেয়ে মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাজেরা ১ ভাই ৪ বোনের মধ্যে ৩য়। মডেল থানা পুলিশ হাসপাতালে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি থমথমে ছিলো।