মনিরুজ্জামান বাবলু
‘গোরস্থানে মাছ চাষের টাকা খাচ্ছে কে?’ ৯৯ শতাংশ সম্পত্তির ক্রয় করা হয়। ওই সম্পত্তির উপর গৌরস্থানের সম্পত্তি থেকেই এক-তৃতীয়াংশ ভরাট করা হয়। ফলে একটি জলাশয় সৃষ্টি হয় গোরস্থানে। জলাশয়টির পাড় ভেঙ্গে যাওয়ায় এখন পুকুর হয়ে গেছে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, গত চার বছর ধরে এই পুকুরে মাছচাষ করা হয়। প্রতিবছর উৎকোচের বিনিময় পৌর মেয়র আবদুল মান্নান খাঁন বাচ্চু’র কাছ থেকে অনুমতি নিয়ে মাছচাষ করেন বিল্লাল শেখ ওরফে খুনি বিল্লাল।
এ বিষয়ে খুনি বিল্লালের সাথে যোগাযোগ করলে তিনি মাছচাষ করার কথা স্বীকার করে বলেন, বিগত তিন বছর ১০ হাজার টাকা করে দিয়েছি। এবার ১২ হাজার টাকায় পুকুরটি নিয়েছি।
এই টাকা কাকে দেয়া হচ্ছে প্রশ্নের জবাবে বলেন, পৌর প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম এর কাছে প্রতিবছর টাকা দেয়া হয়। ওই টাকার রশিদ দেয়ার বিষয়ে মুখে বললেও গত চার দিনের মধ্যে কোন রশিদ দেখাতে পারেননি তিনি। বরং ব্যস্ততার কথা বলে এড়িয়ে যান।
তিনি আরোও জানান, পৌর কাউন্সিলরদের অভিযোগের পর এবার পুকুরটি টেন্ডার দেয়া হয়। আর ওই টেন্ডার পেয়েছেন মেয়রের ভাগিনা হারুনুর রশিদ। চলতি বছরে হারুন ১০ হাজার টাকায় পুকুরটি পেয়ে দুই হাজার টাকা লাভে খুনি বিল্লালকে মাছচাষ করার অনুমতি পায়।
পৌর সচিব জহিরুল ইসলাম জহির বলেন, প্রতি বছরে পুকুরটি ইজারা দেয়া হয়। এবারও ইজারা দেয়া হয়েছে। প্রতিবছর ইজারা দেয়ার ভাউচার আছে কিনা প্রসঙ্গে তিনি বলেন, এটা হিসাব রক্ষক কর্মকর্তা সফিক সাহেব জানে। পৌর হিসাব রক্ষক কর্মকর্তা সফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না। এটা জহির সাহেব ভালো জানে। তার পরপরই তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।
প্যানেল মেয়র মহীসিন ফারুক বাদল মুঠোফোনে জানান, গোরস্থানে মাছচাষের বিষটি প্রশাসনিক কর্মকর্তা ভালো জানেন। তবে আগে কেমন ছিল জানিনা,এখন নিয়মতান্ত্রিকভাবে লীজ দেয়া হয়।’
এ প্রসঙ্গে ১ নম্বর প্যানেল মেয়র আবুল কাশেম বলেন,‘মেয়রের সাথে এসব নিয়েই বির্তক হয়। এই টাকা কোথায় রাখে এটা মেয়র সাহেব ভালো জানেন।’
তিনি বলেন, জুয়েলের মাদকের বিষয়টি বিভিন্ন পত্রিকার মাধ্যমে জেনেছি। ঝুমুর মৃত্যুর রহস্য প্রসঙ্গে বলেন, ঝুমুর পক্ষে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।