অভিজিত রায় ॥
গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও মসজিদ ভাঙ্গার সীধান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ১ সেম্পেম্বর বিকেলে শহরের শপথ চত্ত্বর এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ নুরুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন সেক্রেটারী শেখ মোঃ জয়নাল আবেদীন, সাবেক সেক্রেটারী ফখরুল ইসলাম, শহর শাখার সভাপতি মাওরানা ইয়াছিন রাশে সানি, সদনর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলম মামুমন, হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত প্রধানিয়া হাইমচর শাখরা সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি শাহজামাল গাজী সোহাগ, শ্রমীক আন্দোলনের সভাপতি আনোয়ার আল নোমান। সভা পরিচালনা করেন জয়েন সেক্রেটারী গাজী মোঃ হানিফ। সভায় বক্তারা বলেন সরকার তার ইচ্ছামত যখন খুশি তখন দেশের মানুষের কথ চিন্তা না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে যাচ্ছে। আমার সরকারের প্রতি দাবী জানাচ্ছি মূল্য বৃদ্ধি করে দেশের জনগণের কষ্ট আর বাড়াবেন না। জনগণ এমনিতেই দ্রব্য মূল্যের বৃদ্ধিতে নাভিশ^াস এরপর গ্যাস ও বিদ্যুৎ। এভাবে জুমুল করে সরকার চলতে পাওে না।