রফিকুল ইসলাম বাবু, ঃ
দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, এমপি বলেছেন, গ্রামীণ অর্থনীতির উন্নতির ফলে উপজেলাতেও আধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স হচ্ছে। সরকারের গ্রামমূখী উন্নয়ন নীতির ফলে এটি সম্ভব হয়েছে। মন্ত্রী আজ চাঁদপুর জেলার মতলব উপজেলা সদরে জেলার বৃহত্তম বাণিজ্যিক কমপ্লেক্স এনএএম টাওয়ারের উদ্বোধনকালে এ কথা বলেন। চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান পাটোয়ারীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাজী গোলাম দস্তগীর বীরপ্রতিক এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী অধ্যাপিকা সেলিনা খাতুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, বাণিজ্যিক কমপ্লেক্সের উদ্যোক্তা বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, চাঁদপুর জেলা প্রশাসক আঃ সবুর মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন ৭১ সালে জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে ঢাকায় ক্র্যাকপ্লাটুনের সদস্যরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এর মধ্যে অনেকেই শহীদ হয়েছেন। ক্র্যাকপ্লাটুনের অপারেশনই দেশ বিদেশে বাংলাদেশের মুক্তিসংগ্রামের বার্তা পৌছে দিয়েছে। তিনি আরও বলেন ৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশে রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের ক্ষমতায় আসতে দেয়া হবেনা। ৭ তলা বিশিষ্ট টাওয়ারের প্রতি ফ্লোরে ১২০০০ ফুট করে বাণিজ্যিক অফিস/ব্যবসা প্রতিষ্ঠান করার সুযোগ রয়েছে। উদ্যোক্তাসূত্রে জানিয়েছেন গ্রামের মানুষদের ব্যবসা বাণিজ্য ও আধুনিক মানের সপিং সুবিধা দিতে এ প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে।