ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এখন থেকে আর মোবাইল সিম চালু করতে পারবে না অপারেটরগুলো। ডাক টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জানিয়েছেন, শিগগিরই ইসির সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
আজ রবিবার মন্ত্রণালয়ে মোবাইল অপারেটরদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস’ (অ্যামটব)- এর প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।
আবদুল লতিফ সিদ্দিকী বলেন, মোবাইল অপারেটররা যাতে ভোটার তালিকা থেকে গ্রাহকের পরিচয় নিশ্চিত করে সংযোগ চালু করতে পারে সে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, নির্দিষ্ট ফির বিনিময়ে অপারেটররা যাতে নির্বাচন কমিশনের ‘ভোটার ডেটাবেইজ’ ব্যবহার করতে পারে সেজন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ পেলে অপারেটররা অনলাইনে গ্রাহকের পরিচয় ও তথ্য নিশ্চিত করে সিম চালু করার ব্যবস্থা নিতে পারবে। বর্তমানে জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা অন্য কোনো নথি ব্যবহার করে গ্রাহকরা মোবাইল ফোনের সংযোগ নিতে পারে। এ ক্ষেত্রে প্রায়ই ভুয়া জাতীয় পরিচয়পত্র বা নথি ব্যবহারের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। ভুয়া তথ্যে নেওয়া এসব সংযোগ চাঁদাবাজি, হুমকি, সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ এসেছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।