ঘনকুয়াশার কারণে চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চগুলো নির্দিষ্ট সময়ের অনেক পর গন্তব্যে এসে পৌঁছছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মঙ্গলবার ঢাকা থেকে চাঁদপুরগামী ‘এমভি তাকওয়া’ ও ‘এমভি সোনার তরী’ নামের ২টি লঞ্চ ঘনকুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়ে।
সোমবার রাত ১২টায় এমভি তাকওয়া নামের লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছাড়ে। পথিমধ্যে মতলব উত্তরের চিরারচরে তাকওয়া লঞ্চটি চরে গিয়ে আটকা পড়ে। পরে আটক যাত্রীরা সকালে অন্য লঞ্চযোগে গন্তব্যে ফিরেন।
এছাড়া ‘এমভি সোনার তরী’ নামের অন্য একটি যাত্রীবাহী লঞ্চ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এটি ঘনকুয়াশার কারণে সকাল সাড়ে ৮টায় চাঁদপুরের লগ্নিমারাচর এলাকায় নোঙর করে রাখা হয়েছে।
তবে যাত্রীদের অভিযোগ, চালকের ভূলের কারণে লঞ্চটিকে চরে উঠিয়ে দেয়া হয়। এসময় উত্তেজিত যাত্রীরা ভাঙচুরসহ লঞ্চের চালককে মারধর করে।