চাঁদপুর: চাঁদপুর জেলা সদর ও অন্যান্য উপজেলায় শনিবার (১৩ মার্চ) গভীর রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে। গত কয়েক দিন ধরে জেলায় রাত থেকে সকাল ১০-১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এভাবে টানা ঘন কুয়াশার কারণে আমের ফলন কম হবার আশঙ্কা রয়েছে। কৃষিবিদরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে আমের মুকুল ঝরে যাবে। ‘ফাল্গুন মাসের প্রথমে টানা কয়েকদিন ঘন কুয়াশা পড়লে আমের মুকুল ঝরে যাবে। এতে আমের ফলন কম হবে।’
এদিকে চাঁদপুর সদর উপজেলার গ্রামগুলোতে গাছে গাছে আমের কুঁড়ির দেখা মিলছে এবং কোনো কোনো গাছে ঝুলছে তরুণ আমের থোকা। কুয়াশার কারণে আমের মুকুল বা ছোট আমের থোকা এতে ঝরে পড়ার সম্ভাবনা বেশি।
চাঁদপুর জেলা সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা ঘুরে দেখাগেছে অধিকাংশ গাছে এবছর আমের মুকুল এসেছে এবং যথেষ্ট পরিমান মুকুল এখন পর্যন্ত টিকে আছে। এ বছর এখন পর্যন্ত বৃষ্টি কিংবা ঝড় তুপান না হওয়ার কারণে বড় ধরণের কোন ক্ষতি হয়নি। তবে ঘন কুয়াশা কিংবা ঝড় তুপান হলে ক্ষতির আশঙ্কা থেকেই যায়।
চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান এই বিষয়ে বলেন, ঠিক এ সময়ে ঘন কুয়াশা মুকুলের জন্য ভাল না। যেসব কৃষক চত্রাকনাশক স্প্রে দিয়েছে এবং কীটনাশক ব্যবহার করেছেন তাদের কোন সমস্য হবে না। আমরা কৃষি বিভাগ থেকে এই বিষয়ে কৃষকদেরকে পরামশ দিচ্ছি।
চাঁদপুরনিউজ/এমএমএ/