ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। আজ বুধবার ভোররাত থেকে চাঁদপুর-ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার লঞ্চ চলাচল সকাল ৯টা পর্যন্ত বন্ধ ছিল।
লঞ্চ চালকরা জানিয়েছেন, কুয়াশা কেটে গেলে নিজ নিজ গন্তব্যে লঞ্চগুলো ছেড়ে যাবে। চাঁদপুর বন্দর কর্মকর্তা মুহাম্মদ মোবারক হোসেন জানান, ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল ব্যাহত হলেও কোন ধরণের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।