চাঁদপুর সংবাদদাতা ॥
ঘুর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলার আগাম প্রস্তুতি হিসেবে চাঁদপুরে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর প্রধানদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (২৯ মে) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। তিনি বক্তব্যে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় ৭নম্বর সংকেত দেখানো হয়েছে। আমরা পাশ্ববর্তী জেলা হিসেবে তাৎক্ষনিক চরাঞ্চলের ইউপি চেয়ারম্যানদেরকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি এবং চরাঞ্চলে মাইকিং করা হবে। শুকনো খাবার ও নগদ অর্থ প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো খুব দ্রুত পরিস্কার করে থাকার উপযোগী করা হবে। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও প্রস্তুত থাকবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন সরকারি কর্মকর্তা স্থান ত্যাগ করতে পারবে না।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ত্রান কর্মকর্তা মো. নাছির উদ্দিন। বক্তব্য রাখেন চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মতিউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আফম মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি.এম. শাহীন প্রমূখ।