নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে ছিটকে পড়ে শিশু শামীমের (১১) মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৬ টায় এই ঘটনা ঘটে।
নিহত শামীম বলাখাল বাজার সংলগ্ন একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে ছিল। তার বাবার নাম আবুল হোসেন। তার বাবা আবুল হোসেন বলেন,‘ ছাদ থেকে পড়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার মাহমুদ উল্লাহ জানান, ‘ শিশুটির মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পায়।’ হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম শিশুর মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।