চাঁদপুর: ঘূর্ণিঝড় ইয়াসের কারণে অভ্যন্তরীণ নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সেই আলোকে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়নগঞ্জ এর মধ্যে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাউছার আহমেদ চাঁদপুরনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিকেলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান গনমাধমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, চাঁদপুর থেকে বিকাল ৫টার পর আর কোন লঞ্চ ছেড়ে যায়নি। ৬টায় লঞ্চ থাকলেও বন্ধ রাখা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস মঙ্গলবার বিকেলের মধ্যে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ১৬৫ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। বুধবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে এটি আঘাত হানতে পারে। এরই মধ্যে ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/