চাঁদপুর শহরের ঘোষপাড়া এলাকায় মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করায় ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা।
গতকাল দুপুরে আলী বেকারির মেয়াদোত্তীর্ণ পঁচা খাদ্যদ্রব্য ঢাকা কনফেকশনারীর ভ্যান গাড়িতে করে বিক্রি করার সময় ঘোষপাড়া এলাকার ক�জনের সাথে বিক্রিকারক বেলায়েতের কথা কাটাকাটির এক পর্যায়ে এলাকাবাসী জেলা ক্যাবকে ঘটনাটি জানায়। তাৎক্ষণিক জেলা ক্যাবের সভাপতি সংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী প্রশাসনকে ঘটনাটি অবহিত করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা ঘটনাস্থলে এসে ঢাকা কনফেকশনারীর প্যাকেটে সীল না থাকা এবং নিজেদের ভ্যানে অন্য প্রতিষ্ঠানের মাল বিক্রি করে প্রতারণা করায় ১০ হাজার টাকা ও আলী বেকারির পুরনো পঁচা মাল বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সদস্য তৌহিদুল ইসলাম চপল, স্থানীয় এলাকাবাসী আরিফুর রহমান আরিফ, হুমায়ুন কবির, রামকৃষ্ণ, চন্দ্রনাথ ঘোষ চন্দন, বেকারি সমিতির কর্মকর্তা এসএম জয়নাল আবেদীন, বিএম হারুনুর রশিদ, মোঃ আবুসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
