শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঘোষপাড়ায় এডভোকেট সানজিদা শারমিনের মেয়ে তার প্রেমিককে নিয়ে উধাও হয়ে যাওয়ায় চাঁদপুর মডেল থানায় ৫ জনের বিরুদ্ধে অপরহন মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাত ৯টায় মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘোষপাড়ায় ব্রিজের কাছে টেইলারের দোকান থেকে প্রেমিকের ফুফাতো ভাই নান্নু রাড়ী (৪০) কে ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করে। ঘটনার বিবরণে জানা যায়, ঘোষপাড়ার এডভোকেট সানজিদা শারমিনের মেয়ে মহিলা কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্রীর সাথে একই এলাকার সরকারি বিশ্ববিদ্যাল কলেজের ছাত্র সাইফুল ইসলাম ওরফে মিয়াদ (২২) এর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২২ ডিসেম্বর দুপুর আড়ায়টায় প্রাইভেট পড়ে আসার পথে প্রেমিক মিয়াদের সাথে পালিয়ে যায়। এডভোকেটের মেয়েকে সকল জায়গায় খোজাখুজি করে না পেয়ে অবশেষে মেয়ের বাবা সরোয়ার উদ্দিন আহম্মেদ হেলাল বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ৫জনকে আসামী করে একটি অপহরন মামলা দায়ের করে। মামলা নং-৩৭ তাং-২৪-১২-১৪ইং।
পুলিশ সূত্রে জানা যায়, নিখোজ অপহিতা এডভোকেট সানজিদা শারমিনের মেয়েকে উদ্ধার করতে ও আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। আজ বৃহস্পতিবার আটকৃত নান্নু রাড়ীকে আদালতে প্রেরণ করলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়।