শাহরিয়ার খান কৌশিক ঃ
ঘোষেরহাটে নাশকতায় ঘটনায় চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলায় অভিযুক্ত আসামীদের ধরতে শাহ্মাহ্মুদপুর ইউনিয়নের মহমায়া,কুমারডুগী,ঘোষেরহাট ও শাহ্তলীতে মঙ্গলবার রাতে পুলিশ সাঁড়াশি অভিযান চালায় । চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে,এ ঘটনায় মডেল থানার মামলা নং ৫৬ তারিখ ঃ ২৯.১.২০১৫ ধারা ১৯৭৪ সনের বিশেষ মতা আইনের ১৫(১) ক (৩)/১৬(২) তৎসহ পেনাল কোড ১৪৩/৩৪১/৪২৭/৪৩৫/৩০৭/৩০২/১০৯/১১৪/৩৪ মামলার এজহারভুক্ত ওই ইউনিয়নের ১০ নং আসামী ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ,১৪নং আসামী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন ,১৫নং আসামী ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম,১৮নং আসামী ইউনিয়ন ছাত্রদলের নেতা সাদ্দাম হোসেনসহ এ মামলার এজহারভুক্ত অন্যান্য আসামীদের ধরতে ওই এলাকায় মঙ্গলবার রাতে এসআই শাহবুদ্দিন এর নেতৃত্বে পুলিশ এ অভিযান চালানো হয় । বিশেষ করে ঘোষেরহাট থেকে শাহতলী রেলস্টেশন পর্যন্ত এলাকায় একাধিকবার এজহারভুক্ত আসামীদের বাড়ী বাড়ী গিয়ে পুলিশ অনুসন্ধান চালায় বলে এলাকার প্রত্যদর্শী সূত্র বিষয়টি নিশ্চিত করেছে । পুলিশের অভিযান টের পেয়ে উক্ত এজহারভুক্ত আসামীরা সটকে পড়ে । গ্রেফতার এড়াতে আসামীরা নানা তৎবির চালাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে । মামলা থেকে রেহাই পেতে এ তৎবির করছে । চাঁদপুর মডেল থানার এসআই শাহবুদ্দিন জানান, ঘোষেরহাটের নাশকতার ঘটনায় এজহারভুক্ত এসব আসামীদের বিরুদ্ধে ইতিপৃর্বে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ও ট্রেনে নাশকতার আরো মামলা রয়েছে । পুলিশের এ যেীথ অভিযান অব্যাহত থাকবে । এজহারভুক্ত আসামীরা যেখানেই আতœগোপনে থাকবে সেখান থেকেই তাদেরকে গ্রেফতার করা হবে ।