শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে আবারও মালবাহী ট্রাকে পেট্টোল বোমা নিক্ষেপ করে ট্রাকের হেলপার আগুনে দগ্ধ হয়ে লাপিয়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হওয়ার ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
আজ বৃহস্পতিবার মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এই মামলায় নাম উল্লেখ করে ২২জন ও অজ্ঞাতনামা ৩০-৩৫জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলো জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, ২নং আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার মাষ্টার। একই মামলার কোড়ালিয়া রোডের মেরাজ খান (২০), প্রফেসর পাড়ার মাহমুদুল হাসান ফয়সাল (২৩) কে পুলিশ আটক করে। এদের মধ্যে শেখ ফরিদ আহমেদ মানিক ছাড়া বাকী ৪জন ৫৬নং মামলায় আসামী দেখানো হয়েছে। অপরদিকে পুলিশ বিষ্ণুদীর হানিফ বকাউল (৪৫), বালিয়া ইউনিয়নের হাফেজ মো. অলি উল্যাহ ও জিটি রোডের জাহাঙ্গীর আলমকে আটক করে বিভিন্ন মামলায় আসামী দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে। গত বুধবার গভীর রাতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুমের নেতৃত্বে ওসি তদন্ত আরিসুল হক, এসআই আনোয়ার, আবু সাইদ, এ.এস.আই নন্দন সরকার, আহসানুজ্জামান লাবু ও আমিনুল ইসলাম বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। জানাযায়, ২নং আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান ঘোষেরহাটে সিএনজি যাত্রীর অলোক নিহত হওয়ার ঘটনায় ২দিন পূর্বে জেল হাজত থেকে বেরিয়ে আসে। গত বুধবার রাতে পেট্টোল বোমায় হেলপার মোতালেব নিহত হওয়ার ঘটনায় পের দেলোয়ার মাষ্টারকে আটক করা হয়। এছাড়া ডিবির উপ-পরিদর্শক মামুন সরকার ও সিরাজুল ইসলাম বিটি রোডে সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের বাড়ীতে অভিযান চালায়। এই সময় ইব্রাহীম কাজী জুয়েল র্যাব এসেছে ভেবে বাসার তৃতীয় তলায় উঠে, সেখান থেকে বাঁচার জন্য নিচে লাফ দেয়। নীচে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডিবি পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটককৃত দেলোয়ার মাষ্টার এই হত্যা মামলার ১০নং আসামী ও ইব্রাহীম কাজী জুয়েল ৯নং আসামী। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত আরিচুল হক জানায়, ট্রাকের হেলপার মোতালেব নিহত হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে মামলা নং ৫৬। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।