চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট নামক স্থানে পন্যবাহী ট্রাকে বোমা বিক্ষেপ করে গত ২৮ জানুয়ারি রাতে হেলফার নিহতের ঘটনার সাথে জড়িত প্রকৃত নাশকতাকারীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গত ২৮ জানুয়ারি রাতে ঘোষেরহাটে চট্টগ্রাম থেকে পন্য নিয়ে চাঁদপুরে প্রবেশ করার সময় বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নাশকতার ঘোষেরহাটে ট্রাকে পেট্রোল বোমা, হেলফার অগ্নিদগ্ধ ও নিহতের ঘটনার সাথে জড়িত থাকায় হাপানিয়া গ্রামের খান বাড়ির অহিদ খানের ছেলে মোঃ আশ্রাফুল খান (২২)-কে দুপুর ১টায় চাঁদপুর মডেল থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে আটক করেছে। আন্দোলনের নামে নাশকতা সৃষ্টিকারীদের ধরতে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আমির জাফরের গঠনকৃত রেড বাহিনীর সদস্য চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম, সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু, নন্দন সরকার, সঙ্গীয় সদস্যদের নিয়ে হাপানিয়া গ্রামে অভিযান চালায়।
এসময় আশ্রাফুল খানকে তার বাড়ি থেকে আটক করা হয়। সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু জানান, মোঃ আশ্রাফুল খান ঘোষেরহাট এলাকার চিিহ্নত সন্ত্রাসী, মাদকবিক্রেতা ও নাশকতার মূল হোতা। তার নেতৃত্বে অবরোধ চলাকালে এ স্থানে প্রবাসীর প্রাইভেটকারে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছিলো। তাকে ইতিমধ্যে ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার নেতৃত্বে ট্রাক হেলফার নিহতের পূর্বেও অলক আচার্য্য নিহত হয়েছিলো। গত ২৮ জানুয়ারি রাতের আঁধারে আশ্রাফুল নিজে উপস্থিত থেকে পন্যবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। ঐ পেট্রোল বোমাটি ট্রাকের জানালা দিয়ে চালকের বাম পাশে থাকা হেলপারের শরীরে পড়ে। এতে হেলফার অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ জীবন বাঁচাতে ট্রাক থেকে নামতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঐ ঘটনায় পুলিশ বাদী হয়ে চাঁদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ২২ জনের নাম প্রকাশ করে অজ্ঞাত আরো ৩৫ জনকে আসামী করে মামলা করেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ। ঐ মামলায় ইতিমধ্যে প্রায় ২০-২৫ জনকে পুলিশ আটক করেছে। গতকাল দুপুরে পুলিশ অভিযান চালিয়ে হাপানিয়া গ্রাম থেকে ঘোষেরহাটে নাশকতার মূল হোতা ও হত্যামামলার আসামী আশ্রাফ খানকে আটক করে। পুলিশ আরো জানায়, আশ্রাফুলের বিরুদ্ধে মাদক, নাশকতা, হত্যা ও তরুণী ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া হরতাল-অবরোধের নামে নাশকতার ঘটনায় পুলিশ যে ক’টি মামলা করেছে প্রত্যেক মামলায় আশ্রাফুল খান আসামী।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।