শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাটে নাশকতাকরীদের ছোড়া পেট্রোল বোমায় ট্রাকের হেলপার মোতালেব নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় ২ জনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার আটককৃতদের হত্যা মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ। মামলা নং-৫৬, তারিখ ২৯/১/১৫।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে চাঁদপুর মডেল থানা পুলিশ শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া ঠাকুর বাড়িতে অভিযান চালায়। এ সময় মৃত জলিল পাটওয়ারীর ছেলে আলী আব্বাস পাটওয়ারীকে আটক করে পুলিশ। এছাড়া গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা রেজিস্ট্রি অফিসের ভেতর থেকে মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশ সাজ্জাদ হক সোহাগ (৩৪) নামে একজনকে আটক করে। সোহাগ সদরের মান্দারী পাটওয়ারী বাড়ির রুহুল আমিন পাটওয়ারীর ছেলে। সে চাঁদপুর জেলা রেজিস্ট্রি অফিসে দলিল লিখক হিসেবে কাজ করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার সাথে জড়িত সন্দেহে তাকে আটক করে। আটককৃত দুজনকে ঘোষেরহাটে ট্রাকে ছোড়া পেট্রোল বোমায় হেলপার মোতালেব নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় আসামী দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। একই ঘটনায় উত্তর মৈশাদী থেকে পুলিশ গত মঙ্গলবার রাতে ৫ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, ঘোষেরহাট এলাকায় অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হেলপার মোতালেব চলন্ত ট্রাক থেকে নামতে গিয়ে নিজ গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোতালেব হোসেন (৪০) নামে ট্রাকের ওই হেলপার চট্টগ্রামের পাহাড়তলীর বাসিন্দা বলে জানা গেছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।