অভিজিত রায় ॥
চাঁদপুরে সদর উপজেলার ঘোষের হাটের ট্রাকে অগ্নিসংযোগ মামলায় শেখ ফরিদ আহমেদ মানিক জর্জকোট থেকে বদলী জামিন পেয়েছে। বেলা ১২টায় জেলা দায়রা জর্জ আদালতে জামিন প্রদান করা হয়।এ ব্যপারে মামলার আইনজীবি অ্যাড.শামছুল ইসলাম মন্টু জানান, হরতাল-অবরোধ চলাকালীন সময়ে সদর উপজেলার ঘোষের হাট এলাকায় মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ মামলায় জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিককে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলা নং জি.আর-৫৬ বর্তমানে এসটিসি৭৬/১৫। এ মামলায় জেলা দায়রা জর্জ আদালত বদলী জামিন দিয়েছে।
এদিকে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক জর্জ কোর্ট এলাকায় হাজিরা দিতে আসার খবর শুনে শত শত নেতাকর্মী আদালত এলাকায় ভীড় জমায়।