স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরের প্রথম অনলাইন পত্রিকা চাঁদপুর নিউজের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসকাব সভাপতি গোলাম কিবরিয়া জীবন। বিশেষ অতিথি সাবেক সভাপতি শাহ মোঃ মাকসুদুল আলম, জেলা টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জি এম শাহীন, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ,সাপ্তাহিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদি, দৈনিক আলোকিত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক জাকির হোসেন, দেশ টিভির জেলা প্রতিনিধি লক্ষন চন্দ্র সূত্রধর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, অনলাই প্রত্রিকা চঁদপুর নিউজের প্রতিষ্ঠাতা জিহাদুল ইসলাম শরীফ, সম্পাদক ডা. এস জামান পলাশ, দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মিজান লিটন, জেলা ফটোজার্নালিস্ট এসোশিয়েশনের সাবেক সভাপতি বাদল মজুমদার,দৈনিক চাঁদপুর প্রতিদিনের চীপ রিপোর্টার অভিজিত রায়, দৈনিক চাঁদপুর বার্তার চীফ রিপোর্টার শাহরিয়ার কৌশিক প্রমূখ।