শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চট্রগ্রাম বিভাগের মাদক মামলার ১২ নাম্বার দাগী আসামী চাঁদপুরে শীর্ষ মাদক ব্যাবসায়ী দুলাল কাজী(৪৮)কে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। আজ রাবিবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই মনির ও এএসআই শরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর বাস ষ্ট্যেন্ড এলাকায় অভিযান চালিয়ে দুলাল কাজীকে আটক করে।
শীর্ষ মাদক ব্যাবসায়ী দুলাল কাজীকে আটকের পর তাকে চাঁদপুর মডেল থানায় এনে জেল হাজতে হেফাজতে রাখে। পরে দুপুর ২টায় জেলহাজত থেকে বের করে আদালতে নিয়ে যায় হাজীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার টোরাঘর এলাকার মেসবা ওরফে নেন্ধু মিয়ার ছেলে দুলাল কাজী শীর্ষ মাদক ব্যাবসায়ী নামে খ্যাত। সে চাঁদপুর জেলার ইয়াবা, ফেন্সিডিল গাঁজাসহ বিভিন্ন মাদক পাচার করে আসছে। শীর্ষ মাদক ব্যাবসায়ী দুলাল কাজীর বিরুদ্ধে চাঁদপুরসহ বিভিন্ন জেলায় প্রায় ৩০ টি মাদক মামলা, অস্ত্র ও সরকারী জায়গা দখলের মামলা সহ বেশ কিছু মামলা রয়েছে। ডিবি পুলিশ, হাজীগঞ্জ থানা পুলিশ বেশ কয়েকবার তাকে ইয়াবা, ফেন্সিডিল গাঁজাসহ আটক করেছে। সে জেল থেকে বেড়িয়ে এসে আবারো এলাকায় মাদকের রমরমা বানিজ্য চালিয়ে যায়। এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ওসি শাহআলম জানায়, আটক মাদক ব্যবসায়ি দুলাল কাজী বিরুদ্ধে প্রায় ৩০ টি মামলা রয়েছে। সে ৩ টি মামলায় আটক হয়ে জেল খেটে বেড়িয়ে এসে পলাতক থেকে আবারো মাদক ব্যবসা চালিয়ে যায়। অবশেষে হাজীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁদপুর বাস ষ্ট্যেন্ড এলাকায় অভিযান চালিয়ে দুলাল কাজীকে আটক করে। আটকৃত দুলাল কাজীকে রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।