অভিজিত রায় ॥
চতুরঙ্গের আয়োজনে আগামী ১ থেকে ৭ সেস্পম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী জিপিএইচ ইস্পাত সপ্তম ইলিশ উৎসব উপলক্ষে প্রতুস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগষ্ট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অ্যাড. ডবনয় ভূষণ মজুমদার। সংগঠনের মহাসচিব হারুন আল রশিদেও পরিচালনায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সপ্তম ইলিশ উৎসবের সদস্য-সচিব ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়াজীবন, নৃত্যাঙ্গনের সাধারণ সম্পাদক তপন সরকার, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শরীফ চৌধুরী, বিশিষ্ট কন্ঠ শিল্পী ইতু চক্রবর্তী, চতুরঙ্গরে সহসভাপতি ইয়াহিয়া কিরন, উপদেষ্টা ডা. পিযূষকান্তি বড়–য়া, তানভির আহমেদ, আজীবন সদস্য জিএম শাহীন, বঙ্গবন্ধু আবৃতি পরিষদের সভাপতি পিযূষ রায় চৌধুরী, মৎসজীবী তসলিম বেপারী। এছাড়াও উপস্থিত ছিলেন সুরধ্বনির অধ্যক্ষ অনিতা নন্দী, কন্ঠ শিল্পী তাহমিনা হারুন, সপ্তরুপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সাহা, পুনাকের অধ্যক্ষ শিপ্রা দাস, মেঘনা থিয়েটারের সভাপতি তইয়েবুর রহমান রিংকু, বঙ্গবন্ধু লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক অভিজিত রায়, চতুরক্ষের আজীবন সদস্য মানিক দাস প্রমূখ। সভায় বক্তারা বলেন, ইরিশ উৎসব বর্তমানে চঁদপুরের মানুষের কাছে প্রাণের উৎসবে রুপান্তরিত হয়েছে। আমাদেও সকলের প্রচেষ্টায়ই তা সম্ভব হয়েছে। এ উৎসবকে বাঁচিয়ে রাখতে হলে সকলে মিলে স্ব স্ব অবস্থান থেকে চেস।টা করতে হবে। এভাবে আয়োজন চলমান থাকলে একদিন ইলিশ উৎসব জাতীয় উৎসবে রুপান্তির হবেই।