মতলব উত্তর :মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে, কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহন চলে। অভিভাবক শাখায় ৪টি পদের জন্য ৯জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেছেন।
অভিভাবক সদস্য পদে মানছুর আহমেদ (মাছ) প্রতীক নিয়ে ৪শ’ ৭২ ভোট পেয়ে প্রথম স্থান, মোঃ আবদুস সালাম খান খোকা (সাইকেল) প্রতীক নিয়ে ৪শ” ৫৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান, মোঃ গনি তপাদার (মোমবাতি) প্রতীক নিয়ে ৩শ’ ৬৬ ভোট পেয়ে তৃতীয় স্থান ও মোঃ আবদুল হক গাজী ( ছাতা) প্রতীক নিয়ে ৩শ’ ৬ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করে।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ফারজানা আক্তার (তালাচাবি) প্রতীক নিয়ে ৫শ’ ১০ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করে।
এ ছাড়া অভিভাবক সদস্য পদে সফিকুল ইসলাম পাটোয়ারী (মোরগ) প্রতীক নিয়ে ২শ’ ৫৯ ভোট পেয়ে ৫ম স্থান, আক্তার হোসেন স্বপন ( আনারস) প্রতীক নিয়ে ২শ’ ৪৩ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থান, , মোঃ তাহের আলী ( দেয়াল ঘড়ি) প্রতীক নিয়ে ১শ’ ৪১ভোট ৭ম স্থান, রফিকুল ইসলাম (ফুটবল) প্রতীক নিয়ে ১শ’ ২৩ ভোট ৮ম স্থান এবং জাহিদুর রহমান জাহিদ মাস্টার (চেয়ার) প্রতীক নিয়ে ১শ’ ১৪ ভোট পেয়ে ৯ম স্থান অর্জন করে। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে জাহেদা বেগম (কলস) প্রতীক নিয়ে ২শ’ ৬২ ভোট পায়।
নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম জানান, ১ হাজার ৩৮ ভোটারের মধ্যে ৮শ’ ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গ্রহনে সহযোগিতা করেন- মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মনির হোসেন, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) একেএম তাজুল ইসলাম, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদসহ বিভিন্ন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ।
সন্ধ্যায় নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম ফলাফলা ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সহ-সভাপতি আকতার হোসেন মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী তোফায়েল হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করীম, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুর রব প্রমূখ।