স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ চাঁদখাঁর বাজার থেকে মতলব দক্ষিণ উপজেলার পিংড়া বাজার পর্যন্ত পাঁকা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। জনগুরুত্বপূর্ণ সড়কটি উন্নয়নের লক্ষে কোনরূপ পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। মনে হয় এ যেনো এক মৃত্যুকূপ। সরজমিনে সড়কটি ঘুরে দেখা যায় যে, সড়কটি দিয়ে ভারি যানবাহন এবং বিশেষ করে ট্রাক্টর চলাচলের কারণেই সড়কটির মাঝে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চাঁদখাঁর বাজার থেকে পিংড়া বাজার যেতে সিএনজি-তে সময় লাগার কথা ১০ মিনিট। কিন্তু সড়কের বেহাল দশার কারণে বর্তমানে সময় লাগছে প্রায় ৩০/৩৫ মিনিট। সড়কটি ভেঙ্গে বড় গর্ত হওয়ার কারণে বয়স্কজন, শিশু, মাতৃগর্ভ মহিলা, স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ হাজার হাজার সাধারণ মানুষ অতি কষ্টে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে।
এদিকে দেখা যায়, এলাকার কিছু অসাধু ব্যক্তি ও ব্যবসায়ীরা ট্রাক্টর দিয়ে মাটি কেটে সড়কটি দিয়ে সরবরাহ করে চলছে। বর্তমানে সড়কটির এমন বেহাল অবস্থা যে, কেউ নিজ চোখে না দেখলে তা বিশ্বাস করাই কঠিন হবে। জনৈক এক সিএনজি চালক জানায়, প্রতিদিন সড়কটি দিয়ে শ’ শ’ মানুষ দিন-রাত চলাচল করে থাকে। কিন্তু আমরা যারা সিএনজি ভাড়ায় চালাই এবং চলাচল করছি আমাদের অবস্থা ও গাড়ির অবস্থাসহ যাত্রীদের ভোগান্তির কোন অন্ত নেই। কয়েক দিন পরপরই সিএনজি’র বিভিন্ন পাটস্ ভেঙ্গে নষ্ট হয়ে যায়। ফলে যাত্রীদের কাছ থেকে ভাড়া হিসেবে ৫/১০ টাকা বেশি নিয়েই বর্তমানে এ সড়কটি দিয়ে চলাচল করতে হয়। এলাকাবাসীসহ এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী ভুক্তভোগী সাধারণ মানুষের আক্ষেপ, আর কবে এ সড়কটি মেরামত হবে? জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত বা সংস্কার করে মানুষকে ঝুঁকিমুক্ত নিরাপদে চলাচলের জন্য সুযোগ সৃষ্টি করতে সংসদ সদস্যগণ, মন্ত্রী, উপজলা পরিষদের চেয়ারম্যান সুদৃষ্টি কামনা করছেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।