স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার চাঁদখার দোকান এলাকায় আগুনে ভস্মীভূত হয়েছে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
ওই সময় এলাকায় কোনো বিদ্যুৎ ছিলো না। হেলাল ছৈয়ালের বন্ধ দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সাথে সাথে ওই দোকান লাগোয়া মেডিসিনের দোকানসহ বেশ ক�টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে চাঁদপুর শহর থেকে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায় নি।