ফাহিম শাহরিন কৌশিক খান //আশিক- বিন-রহিম ঃ
চট্রগ্রাম বিভাগের চেম্বার সমূহের উন্নতিকল্পে ও চাঁদপুর ব্যবসাীয়দের সাথে মত বিনিময়সভা গতকাল ১৫ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় চাঁদপুর চেম্বার অফ কর্মাস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দে সেলিমের সভাপতিত্বে পরিচালক তমাল কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য বাখের নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এফবিআইসিসি সভাপতি আব্দুল মাতলুর আহমেদ, তিনি তার বক্তব্যে বলেন আগামী দেড় বছরের মাথায় চাঁদপুরকে একটি শক্তিশালী বানিজ্যেক কেন্দ্র হিসেবে রুপান্তীরিত করতে এফবিআইসিসি সাার্বিক চেষ্টা করবো। বাংলাদেশের প্রতিটি জেলার চেম্বার অফ কর্মাসের সাথে চাঁদপুর চেম্বার চেম্বারের যোগাযোগ সমৃদ্ধি রাখতে পারলে অতি সহযেই চাঁদপুরে বানিজ্যিক শহড় হিসেবে পরিচিতি লাভ করবে। ভারত থেকে সরাসরি চাঁদপুরে ব্যবসার ট্রানজিট করতে পারলে চাঁদপুরের ব্যবসায়ীরা উন্নতি লাভ করতে পারবে। চাঁদপুরে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলার জন্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনির কাছ থেকে জমি দেওয়ার বিষয়ে কথা হয়েছে। চেম্বার অফ কর্মাসকে হাইওয়েতে রুপান্তর করার জন্য প্রয়োজনে সম্পতি ক্রয় করা হবে। এ ছাড়া ও তিনি বলেন চাঁদপুর জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিলে তিনি চেম্বার অফ কর্মাসকে ১শত টেম্পু এ রুটে চলার জন্য তার নিজম্ব তহবিল থেকে দেওয়ার ব্যবস্থা করবে। যা থেকে প্রতিদিন চেম্বার অফ কর্মাস ১০ হাজার টাকা আয় করতে পারবে। ব্যবসায়ীরাই পারে দেশকে উন্নত করতে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিআইসিসির সাবেক কর্মকর্তা কামাল উদ্দিন, আবুল কাশেম, বজলুর রহমান, বিজয় কুমার, আনোয়ার হোসেন, আমিনুল হক সেলিম, সরকার হায়দার, শফিকুল ইসলাম, মাহবুবুল আলম, চুয়াডাঙ্গা চেম্বার অফ কর্মাসের সভাপতি ইয়াকুব আলী, কুমিল্লার সভাপতি মাসুদ খান, নেত্রকোনার হুমায়ূন রশিদ, গাইবান্ধার আবুল খায়ের, কক্্রবাজারের হুমায়ূন কবির, বরিশালের বিজয় কুমার, নাটোরের আমিনুল হক, এস এম শফিকুল আলম, ব্যবসায়ী নেতা শাহরিন হক, রফিকুল ইসলাম, আওলাদ হোসেন, মাহবুব ইসলাম, সাত্তার হায়দার, হাজী ফারুক,ইমরান সোয়েব,পরিচালক মাইনুল ইসলাম কিশোর,সচিব মো: মোতালেব প্রমুখ।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।