চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা বাজারে চাঁদপুরজমিন টাওয়ারের নিচতলা মার্কেটে ঐতিহ্যবাহী জেনিথ সুইটস্ এন্ড বেকারীর ২য় শোরুম উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে ফিতা কেটে শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া।
উদ্বোধন উপলক্ষ্যে চাঁদপুরজমিন টাওয়ারের দ্বিতীয় তলায় আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া এমপি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা ব্যবসা হচ্ছে একটি মাধ্যম। হালাল ব্যবসার মাধ্যমে মানুষকে সেবা প্রদান করা যায় এবং কল্যান নিহিত থাকে। ব্যবসা-বাণিজ্যসহ সকল কাজে আমাদের মানুষের মঙ্গলের বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে হবে। আমরা কেউ বেঁচে থাকবো না। ভালো কৃতকর্মের মধ্যে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারলে আখেরাতে মুক্তি পাওয়া যাবে।
তিনি আরো বলেন, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। চাঁদপুরজমিন কোম্পানী লিমিটেড এর মালিক খুবই ভালো উদ্যোগ নিয়ে বাগাদীতে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রতিষ্ঠানের মালিক মোঃ রোকনুজ্জামান রোকন খুবই পরিশ্রমি। সে সব সময় মানুষের কল্যাণে কাজ করার জন্য চেষ্টা চালিয়ে আসছে। তার আন্তরিকতার কারণেই এ প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে। এ প্রতিষ্ঠানটি একটি বহুমুখী প্রতিষ্ঠান। আপনাদের সহযোগিতা থাকলে এই প্রতিষ্ঠানগুলো এ অঞ্চলের মানুষের অনেক অভাবনীয় দাবী পুরণ হবে।
চাঁদপুরজমিন কোম্পানী লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রোটা. মোঃ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এবং সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক, সনাক সভাপতি ও সাহিত্য একাডেমির মহা পরিচালক রোটারিয়ান কাজী শাহাদাত, চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্ব হাফিজ মিয়া, বাগাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী শাহাদাত বলেন, রোকন্জ্জুামান রোকন নিজ এলাকাকে ভালোবেসে এ প্রতিষ্ঠানগুলো দাঁড় করাচ্ছেন। এসব প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠাকালীন সময় থেকে সে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তার মূল লক্ষ্য উদ্দেশ্যে হচ্ছে এই এলাকার মানুষের সেবা করা। চাঁদপুরজমিন টাওয়ার প্রতিষ্ঠা হওয়ার কারণে জেনিথ সুইটস্ এন্ড বেকারী গড়ে উঠার সুযোগ পেয়েছে। এই টাওয়ারে এখন হাসপাতাল, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠান থেকে এই এলাকার মানুষ তাদের নাগরিক সেবাগুলো সহজেই নিতে পারবে। আপনাদের সকলের সহযোগিতা থাকলে এলাকাটি একটি প্রসিদ্ধ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
আরো বক্তব্য রাখেন বাগাদী দরবার শরীফের পীর সাহেব মাওলানা নেয়ামত উল্যাহ খান, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক মো. শওকত আলী, ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সেকান্দর আলী মিয়াজী, বাগাদী চৌরাস্তা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বরকত উল্যাহ খান, পীরজাদা মাওলানা মো. নাহিদ খান, বাগাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন নান্নু, বাগাদী চৌরাস্তা মসজিদ কমিটির সভাপতি আঃ রাজ্জাক, জেনিথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হোসেন প্রমূখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চৌরাস্তা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হোসেন গাজী, চ্যানেল টোয়েন্টিফোরের চাঁদপুর জেলা প্রতিনিধি আল-ইমরান শোভন, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মো. ইব্রাহীম খলিল, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ওয়াদুদ রানা, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, মফস্বল সম্পাদক এম.এম. কামাল, স্টাফ রিপোর্টার বাবু আলম, বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. কামরুল হোসেন, জেনিথ গ্রুপের পরিচালক সাইফুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বাগাদী চৌরাস্তা জামে মসজিদের ইমাম হাফেজ মো. আহসান।