স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী চৌরাস্তায় চাঁদপুরজমিন টাওয়ারের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া গত বৃহস্পতিবার রাতে নানুপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এলাকার সার্বিক উন্নয়ন ও স্থানীয় ব্যবসায়ীদের উন্নতির লক্ষ্যে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোহাম্মদ রোকনুজ্জামান এ ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষ্যে ওইদিন সম্পাদেেকর প্রতিষ্ঠিত নানুপুর মসজিদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলাদ ও কাজের সার্বিক সফলতা এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মোঃ ফয়সাল। উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইছহাক খান, এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে জব্বার গাজী, শাহাজাহান গাজী, বারেক গাজী, হাসেম গাজী, মোহাম্মদ আলী, সুমন গাজী, রহুল আমিন খান, শাহজাহান খান, হান্নান খান, হেলাল খানসহ আরো অনেকে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।