চাঁদপুরজমিন পত্রিকার আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা
প্রধান অতিথি পরিসংখ্যান বিভাগের সচিব কেএম মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৭ আগষ্ট ২০১৭ খ্রি. বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক। একই অনুষ্ঠানে জনপ্রশাসন পদক-২০১৭ প্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবর মন্ডলসহ ছয় কর্মকর্তার সাথে মতিবিনিময় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক জনাব রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রধান উপদেষ্টা সম্পাদক ড. মোঃ হাসান খান ও ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম।