হাইমচর প্রতিনিধি ॥
দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে হাইমচরে আলোচনাসভা, কেক কাটা, কৃতিশিক্ষার্থী ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. মাহবুবুর রহমান, হাইমচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এস.এম. কবির, হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এস.এম. মান্নান, ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সরকার, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিকদার। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার হাইমচর ইনচার্জ ও হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুব আলম বাশার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা চাঁদপুর থেকে প্রকাশিত পত্রিকার মধ্যে অন্যতম। চাঁদপুর থেকে যখন কয়েকটি পত্রিকা বের হয়েছে, তখন থেকেই এই পত্রিকাটি বেশ পরিচিত লাভ করে। এই পত্রিকাটি শুধু চাঁদপুরে নয়, রাজধানী ঢাকাও বেশ পরিচিত। ঢাকায় বসবাসরত অনেক মানুষই চাঁদপুরজমিন পত্রিকার মাধ্যমে নিজ জেলার সংবাদ জানতে পারে। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রোকনুজ্জামান রোকন তার ন্যয় নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে দীর্ঘ ১৬ বছর পত্রিকাটি সম্পাদন করে আসছেন। সে জন্য তাঁকে আন্তরিক মোবারাকবাদ। তাঁর পিতা আলহাজ্ব মো. লোকমান মিয়া গত বুধবার দিনগত রাতে ইন্তেকাল করেছেন, আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। পত্রিকাটি চাঁদপুরের মানুষের জন্য কাজ করে আসছে। আগামী দিনেও দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সংবাদ পরিবেশন করবে এই আশা ব্যক্ত করছি। হাইমচর উপজেলা পরিষদে এই ধরনের আয়োজন করায় হাইমচরবাসীর পক্ষে থেকে পত্রিকা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ অতিথির বক্তব্যে হাইমচর থানার ওসি সৈয়দ মো. মাহবুবুর রহমান বলেন, পত্রিকার সম্পাদক আমার খুব আপনজন। তিনি পত্রিকা বের করার পর থেকেই আমাদের সাথে সু-সম্পর্ক ছিলো। আমি পুলিশ কর্মকর্তা হিসেবে তার সাথে পেশাগত সম্বনয় করে সেবামূলক অনেক কাজ করেছি। তার পিতার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন। ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আগামী দিনে এই পত্রিকাটি সমাজের ধারক বাহক হিসেবে কাজ করবে এই প্রত্যাশা রইল। অনুষ্ঠানে হাইমচর উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, শিক্ষক ও গন্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সংঞ্চালয় ছিলেন সাংবাদিক আঃ রহমান। অনুষ্ঠানে হাইমচর উপজেলায় ২০১৭ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও গুনিজনদের সম্মাননা স্মারক তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। সবশেষে পত্রিকার ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।