স্টাফ রিপোর্টার ॥ জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা সম্পাদক, চাঁদপুরজমিন হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন এর পিতা আলহাজ্ব মো. লোকমান মিয়া ব্রেইন স্টোক জনিত রোগে ঢাকা মেডিকেল কলেজ এ- হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থ্য খোঁজ খবর নিতে রোববার (৩০ এপ্রিল) হাসপাতালে যান মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও চাঁদপুরের কৃতি সন্তান মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। এ সময় তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে কথা বলেন। এছাড়াও আলহাজ্ব মো. লোকমান মিয়াকে হাসপাতালে দেখতে আসেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব হযরত মাওলানা মো. হাবীবুল্লাহ মিয়াজী। এ সময় দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন উপস্থিত ছিলেন। আলহাজ্ব মো. লোকমান মিয়া গত প্রায় ৩ সপ্তাহ পূর্বে নিজ বাড়ীতে অসুস্থ্য হয়ে পড়েন। প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এ- হসপিটালে নেয়ার জন্য চিকিৎসক পরামর্শ দেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ এ- হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।