স্টাফ রিপোর্টার ॥
রোটারী ক্লাব অব ঢাকা সিটি ও চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে রাশিয়া থেকে আগত ডাঃ মোহাম্মদ খোরশেদ আলম শুক্রবার সকাল ১১টা থেকে চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগনষ্টিক সেন্টারে গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিবেন। তিনি রাশিয়া থেকে চিকিৎসায় এমবিবিএস, এফসিপিএস, এফসিজিপি, মেডিসিন, গেস্টোএন্ট্রোলজি এবং লিবার রোগে বিশেষজ্ঞ। চিকিৎসা নেয়ার জন্য যারা সিরিয়াল দিয়েছেন, তাদেরকে যথা সময়ে হাসপাতালে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক হাজার হাজার অসহায় মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। এই ধরনের চিকিৎসাসেবা এই হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন।