আমাদের সকলকে মানব সেবায় এগিয়ে আসা প্রয়োজন
————— ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া এমপি

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া বলেছেন, আমাদের সকলকে মানব সেবায় এগিয়ে আসা প্রয়োজন। চাঁদপুরজমিন হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। চক্ষু চিকিৎসা শিবির এর আয়োজনও যেন সফল হয়, সেই কামনা করছি। রোববার (৭ জানুয়ারী) সকাল ১০টায় চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার পরিচালনায় চক্ষু চিকিৎসা শিবির এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশকে উন্নত দেশে পরিণত করার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যে কাজটি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে আমরা দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে কাজ করবো। তিনি আরো বলেন, চাঁদপুরজমিন হাসপাতালের প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান রোকন একজন প্রতিষ্ঠিত সাংবাদিক, সমাজ সেবক ও চাঁদপুরের আগামী দিনের জনপ্রতিনিধি। আমাদের সকল কাজে আল্লাহর হুকুম থাকে। সকল ভাল কাজে আল্লাহর সাহায্য কামনা করছি। চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী এস.এম. জয়নাল আবেদীন। দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক চাঁদপুর কাগজ এর সম্পাদক ও মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম হাওলাদার, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার প্রোগ্রাম অফিসার মো. সফিকুল ইসলাম, কুমিল্লা আলেখারচর চক্ষু হাসপাতালের চক্ষুরোগ ও সার্জারী অভিজ্ঞ জেনারেল প্রেকটিশনার ডাঃ মোঃ হাসান আল-বান্না, চিকিৎসক মো. হান্নান প্রমূখ। উদ্বোধন শেষে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া এমপি। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নানুপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা রাকিব হোসেন পাটওয়ারী। চক্ষু চিকিৎসা শিবিরে ২০জন রোগীকে অপারেশন করার জন্য নির্ধারণ করা হয় এবং বহিঃবিভাগে প্রায় ১শ’ রোগীকে চক্ষু চিকিৎসা ও আংশিক বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। উল্লেখ্য, এখন থেকে চাঁদপুরজমিন হাসপাতালে ইংরেজী মাসের প্রথম রবিবার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে।