স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন টাওয়ারে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগণস্টিক সেন্টারে শুক্রবার (২৯) সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করেন লক্ষীপুর জেলার সাবেক সিভিল সার্জন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপতালের সাবেক সহকারী পরিচালক, মেডিসিন, মানসিক, বক্ষ ব্যাধি, চর্ম-যৌন, বাতজ্বর এবং শিশু রোগে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ডাঃ এমজি ফারুক ভুঁইয়া এবং সৌদি আরব ও ইরান থেকে আগাত মেডিসিন, ডায়াবেটিক ও শিশু রোগের চিকিৎসক ডাঃ মীর মোহাম্মদ আকরাম আলী। দুপুর থেকেই ফরিদগঞ্জ উপজেলাসহ আশপাশের বহু নারী-পুরুষ ও শিশু এ চিকিৎসা সেবা গ্রহন করেন। অত্র হাসপাতালটি প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য কাজ করছে। বিশেষ করে হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার জন্য বেশী আন্তরিক। তার ঐকান্তিক প্রচেষ্টায় এ সেবা প্রদান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত হাজার হাজার মানুষ এ হাসপাতাল থেকে বিনামুল্যে চিকিৎসা সেবা নিয়ে উপকৃত হয়েছেন। আগামীতেও এ ধরনের চিকিৎসা সেবার আয়োজন করা হবে।
শিরোনাম:
বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।