স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন টাওয়ারস্থ চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগণস্টিক সেন্টারে বিনা ফিতে শতাধিক গরীব নারী-পুরুষ ও শিশু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা থেকে আগত ডাকা মেডিকেল কলেজ এ- হসপিটালের আইসিইউ স্পেসালিস্ট ও ব্যবস্থাপনা পরিচালক (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন) ডাঃ এ কে এম ফেরদৌস রহমান, ঢাকা মেডিকেল কলেজ এ- হসপিটালের সহকারী অধ্যাপক, স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ ডাঃ সালমা আক্তার। এর পূর্বে সকাল ১১টায় চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, এ হাসপাতালের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন এলাকার মানুষের জন্য গর্ব। তিনি এলাকায় না থাকলেও সাধারণ গরীব দুঃখী মানুষের জন্য খুবই আন্তরিক। এ কারণে তিনি ঢাকা থেকে অভিজ্ঞ চিকিৎসকদের এনে আপনাদের সু-চিকিৎসার ব্যবস্থা করে আসছেন। আপনারা উনার জন্য দোয়া করবেন। যেন সব সময় তিনি আপনাদের সেবা দিতে পারেন। আপনারাও হাসপাতালের উন্নতির জন্য এগিয়ে আসবেন। দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম শাহীন। আরো বক্তব্য রাখেন এবং মুনাজাত পরিচালনা করেন বাগাদী আহমাদিয়া ফাযিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু বকর ছিদ্দিক পাটওয়ারী। এ সময় দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সহ-সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মঞ্জু, স্টাফ রিপোর্টার বাবু আলম, হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান মো. শাহ আলমসহ স্থানীয় এলাকা থেকে চিকিৎসা নিতে আগত লোকজন উপস্থিত ছিলেন।
শিরোনাম:
রবিবার , ১৪ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ৩০ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।