চাঁদপুর প্রতিনিধি
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন চাঁদপুরের একটি আদালতে হাজিরা দিয়েছেন। আজ রবিবার দুপুরে একজন বিচারিক হাকিমের আদালতে হাজির হন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ অক্টোবর চাঁদপুরের কচুয়া থানায় মিলনসহ প্রায় ৫ শ লোককে আসামি করে ওই থানার সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। দাঙ্গা-হাঙ্গামার অভিযোগ এনে ওই মামলাটি দায়ের করা হয়। সেই মামলায় মিলন আজ আদালতে হাজিরা দিতে হাজির হন।
এর আগেই তিনি মামলাটিতে জামিন লাভ করেন। আগামীকাল সোম ও পরের দিন মঙ্গলবার আরো দুটি মামলায় মিলনকে চাঁদপুরের আদালতে হাজিরা দিতে হবে।
বিএনপি নেতা মিলনের বিরুদ্ধে চাঁদপুরে ৩৩টি মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে মুক্ত আছেন।