নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের উত্তর ইচলীতে বিভিন্ন প্রকার মাদকের রমরমা ব্যবসা চলছে। গত প্রায় তিন বছরের ওপর ওই এলাকার কিছু লোক নির্বিঘেœ এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী কিছু বললে ওই মাদক ব্যবসায়ীরা তাতে পাত্তা না দিয়ে বরং এলাকাবাসীকেই হুমকি-ধমকিসহ নির্যাতনের ভয়-ভীতি প্রদান করে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, চাঁদপুর জেলার উত্তর ইচলী ৯নং বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের করিম মিয়াজীর ছেলে মো. নান্নু মিয়াজী (৪০), নান্নু মিয়াজীর ছেলে পলাশ মিয়াজী (১৯), মনির ভূঁইয়া, মো. মোবারক গাজীর ছেলে মো. মহিন গাজী, মো. জাহিদ গাজী, মো. শুকুর মিয়াজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে।
অভিযোগ রয়েছে, এলাকায় ওই চক্রটির দ্বারা মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলসহ অন্যান্য মাদক সেবনের অবাধ সুযোগ থাকায় এলাকার উঠতি বয়সের ছেলেসহ বিভিন্ন বয়সের লোকজন নেশায় আসক্ত হয়ে পড়ে। এই নেশার টাকা যোগাতে গিয়ে এলাকায় নানা অপকর্ম, চুরি, ডাকাতি সংগঠিত হচ্ছে। শুধু তাই নয়, ওই চক্র এলাকার অসহায় মানুষের জায়গা-জমি কেড়ে নেওয়া, স্কুলের ছাত্রীদের কটুক্তি, অপহরণসহ বিভিন্ন অপকর্ম ঘটিয়ে যাচ্ছে। তাদের এই কাজে এলাকার লোকজন বাধা দিলে তাদের ওপরও নির্যাতনের খড়গ নেমে আসে। এ ব্যাপারে এলাকার লোকজন আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।