রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের কচুয়া উপজেলায় সিংআড্ডা গ্রামে ২০ টাকা লেন-দেনকে কেন্দ্র করে এনামুল হক (২৪) কে ছুরিকাঘাতে খুন করার দায়ে মোহাম্মদ উল্লা (২৪) নামে যুবক কে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর দেড়টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। মোহাম্মদ উল্লা উপজেলার সিংআড্ডা গ্রামের মজুমদার বাড়ীর মৃত আবদুল জলিল মজুমদারের ছেলে। নিহত এনামুল হক একই গ্রামের ক্বারী আলী আহম্মদ এর ছেলে। মামলার বিবরণে জানাযায়, ২০১২ সালের ৬ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৯টায় সিং আড্ডা বাজারের আলী আকবরের চায়ের দোকানের সামনে মোহাম্মদ উল্লা এনামুল হকের কাছে ২০টাকা দাবী করেন। এনামুল টাকা দিতে অস্বীকার করলে বাক বিতন্ডার এক পর্যায়ে মোহাম্মদ উল্লা তার সাথে থাকা বিদেশী ছুরি দিয়ে তার পিঠে আঘাত করে। এনামুল প্রাণে বাঁচতে আলী আকবরের চায়ের দোকানে প্রবেশ করলে সেখানে গিয়েও মোহাম্মদ উল্লা তার পেটের মধ্যে আঘাত করেন। এতে সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। একই সময় স্থানীয়রা মোহাম্মদ উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় ওইদিন রাতেই কচুয়ায় থানায় এনামুল হকের পিতা ক্বারী আলী আহম্মদ বাদী হয়ে মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং (৮৮/১২)। মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার তৎকালীন সময়ের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ৩০ সেপ্টেম্বর আদালতে আসামীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। সরকার পক্ষের আইনজীবী (পিপি) আমান উল্লাহ জানান, দীর্ঘ ৫ বছর মামলাটি চলমান অবস্থায় ১৫ জনের সাক্ষ্য গ্রহন করা হয়। এতে আসামী মোহাম্মদ উল্লার অপরাধ প্রমানিত হওয়ায় তার উপস্থিতিতে আদালত এই রায় দেন। সরকার পক্ষের সহকারী আইনজীবী (এপিপি) ছিলেন মুক্তার হোসেন অভি। আসামী পক্ষের আইনজীবী ছিলেন মো. জসিম উদ্দিন (২)।