শওকতআলী ॥
ভোট শেষ হয়েছে দুদিন হয়ে গেলেও ভোট হওয়া বিভিন্ন কেন্দ্রের সামনে পাওয়া যাচ্ছে সিলমারা ব্যালট পেপার ।গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার ৩নং কল্যানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাদ্রাসার কেন্দ্রের সামনে ও পিছন থেকে সীলমারা যুক্ত বেশ কিছু ব্যালট পেপার উদ্ধার করে এলাকাবাসী ।পরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে তারা নির্বাচনের এই ব্যালট পেপারগুলো দেখান ।প্রায় দেড়শতাধিক এই ব্যালট পেপারের সবগুলোতে প্রাথী লিটন সরকারের তালা মার্কার সীল মারা ছিলো ।
খোজ নিয়ে জানা গেছে, ওই ওয়ার্ডে ৩ জন প্রাথী মেম্বার পদে নির্বাচন করেছেন ।এরা হলেন –লিটন সরকার,নয়ন ও মোঃ খোরশেদ। ব্যালট পেপার উদ্ধার হওয়া প্রাথী লিটন সরকারের দাবি যে,তার প্রতিপক্ষ মোরগ মার্কার প্রাথী মোঃ খোরশেদ ও তার লোকজন নির্বাচনের দিন তাদের এজেন্ট ও সমর্থকদের মারধর করে তালা মার্কার ব্যালট পেপার গুলো মাদ্রাসার পিছনে ফেলে দিয়েছেন ।আর এই কারনেই তার ভোটের হিসাব পাওয়া যায়নি ঠিকমতো।
ইউনিয়নের ভোটার মান্নান সরকার (৬৫) সাথে আলাপকালে তিনি জানান,ওই দিন আমরা ভোট দিতে আসলে মোরগ মার্কার লোকজন আমাদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে যায়।তালা মার্কার লোকজনদেরকে তারা মারধর করেছেন ।
প্রাথীর এজেন্ট হোছাইন খান জানান, খোরশেদের লোকজন আমাদেরকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন ।তারা আমাদের সামনেই ব্যালট পেপার ছিড়ে নিয়ে গেছে ।
কল্যানপুর ইউনিয়নের রিটানিং অফিসার এ কে এম সাইফুল হকের সাথে আলাপকালে তিনি বলেন,আমি আপনার থেকে এ খবর শুনলাম।আমাকে তো এই ব্যাপারে কোন ধরনের অভিযোগ দেয়নি ।