শরীফুল ইসলাম ॥
চাঁদপুরের শহরে কুমাড়ডুগী এলাকায় বিপরীত দিক থেকে আসা ত্রিমুখী যানবাহনের সংর্ঘষে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও৬ জন আহত হয়েছে। এ ঘটনায় বিুদ্ধ এলাবাসী প্রায় আড়াই ঘন্টা যাবত সড়ক অবরোধ করে রাখে। গতকাল সকাল ১০টায় শহরে ও কুমাড়ডুগী এলাকায় কুমিল্লা থেকে আসা বোগদাদ বাস বিপরীত দিক থেকে আসা পিকাপ ও সিএনজিকে সজরো ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা মঠখলা গাজীর বাড়ির নাছির গাজীর মেয়ে নিশি (৮) ও অজ্ঞাত একজনকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় নাছির গাজীর আরেক শিশু সন্তান তৃষা (২), শাহাদাত (১০), খায়রুন (৮), শাহীন (৩০), রেশমি( ১০), বেবী (৩৫) ও ওহিদা (১০) সিএনজি চালককসহ ৭ জন গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বোগদাদ বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালিয়ে আসছিল। বাসটি পথে সময় ব্যায় করাতে সঠিক সময় পৌছতে চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিল। নিহত নিশি চাঁদপুরের মঠখোলা থেকে তার নানার বাড়ি কুমড়াডুগী পাটওয়ারী বাড়িতে যাচ্ছিল। গুরুতর আহতের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।