
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের কৃতী সন্তান আক্তার হোসেন চৌধুরী জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছেন। আক্তার হোসেন চৌধুরী প্রাথমিক শিক্ষা জীবনেই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ও জাতীয় পার্টির প্রতি দূর্বলতার কারণে উচ্চ বিদ্যালয়ে শিক্ষা অবস্থায় জাতীয় ছাত্র সমাজের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি প্রথমে রাজারগাঁও উচ্চ বিদ্যালয় জাতীয় ছাত্র সমাজের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে হাজীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটের মধ্য দিয়ে তিনি হাজীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি নির্বাচিত হন এবং এই পদে অদ্যাবদি রয়েছেন। বর্তমান জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মো.ইফতেখার হাসান ও সাধারণ সম্পাদক মীর আহমেদ মিরু’র নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটির এ কমিটিতে কার্যনির্বাহী পরিষদের সদস্যপদে দায়িত্ব পালন করছেন। নতুন প্রজন্মের কাছে সাবেক রাষ্ট্রপতি এরশাদের আদর্শ ও আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় জাতীয় পার্টিকে অধিষ্ঠিত করার লক্ষ্যে আগামী সকল কর্মসূচিতে তিনি চাঁদপুর জেলাবাসীর সহযোগিতা কামনা করেন। একইভাবে তাঁর রাজনৈতিক এ পথচলা জীবনে তিনি হাজীগঞ্জ উপজেলাবাসী বিশেষ করে জাতীয় পার্টি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া কামনা করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
