শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরের কৃতী সন্তান আরিফুল ইসলাম রাজনের কন্ঠে জনপ্রিয় গ্রীতিকার এম মোক্তার মুরাদের লেখা ও সুর করা বৈশাখের গান মুক্তি পেল। চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের তরুন কন্ঠশিল্পী আরিফুল ইসলাম রাজনের কন্ঠে গত মাসের শেষে মুক্তী পেয়েছে তার একক এলব্যাম ”ভুলিনি তোরে”। জানা যায়, তরুন কন্ঠশিল্পী আরিফুল ইসলাম রাজনের ”ভুলিনি তোরে” এলব্যামটি অনলাইনে সহ সর্বমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কন্ঠশিল্পী আরিফুল ইসলাম রাজন তার গানটি নিয়ে ব্যাস্ত সময় পাড় করছে। তাই এবারের পহেলা বৈশাখে তার আর একটি গান মুক্তি পেতে যাচ্ছে ”এলো বৈশাখ” শিরোনামে। এই গানটি কথা ও সুর দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ও অশংঙ্খ গানের পুরুস্কার প্রাপ্ত সৌদি প্রবাসি গ্রীতিকার এম মোক্তার মুরাদ। তিনি গানের মধ্যে থেকে দেশ ও বিদেশে অনেক সুনাম অর্জন করেছেন। মিষ্টি কথার এই গানটি জিপি মিউজিক,রবি মিউজিক,বাংলালিংক মিউজিক এই তিনটি কম্পানী সাধরে গ্রহন করেছেন। তরুন এই কন্ঠ শিল্পীর পাগল করা কন্ঠে গানটি শ্রোতাদের মন কাড়বে বলে কন্ঠশিল্পী আরিফুল ইসলাম রাজন ও গ্রীতিকার এম মোক্তার মুরাদ আশা ব্যক্ত করেছেন। তাদের এই গানটি পহেলা বৈশাখে ”সাউন্ডটেক ”অথবা বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মিউজিকসপ ’প্রোটিউন’ থেকে মুক্তী পেতে যাচ্ছে।