মিজানুর রহমান রানা
চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেছেন, চাঁদপুরের খেলোয়াড়, কলাকুশলী ও ক্রীড়া সংস্থার আন্তরিকতার ফলে আজকের এ ফুটবল লীগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভালো খেলা উপহার দিয়ে আবারও ফুটবলকে সারা দেশে জাগিয়ে তুলতে হবে। যাতে করে আন্তর্জাতিক অঙ্গনেও ফুটবল খেলায় সাফল্য পাওয়া যায়। তিনি আরো বলেন, খেলোয়াড়দের জন্যে সুখবর হলো এ টুর্নামেন্ট চলাকালীন আরো কিছু ফুটবল লীগ শুরু করা হবে। তিনি খেলায় রেফারীর সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্যে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে অনুরোধ জানান। এ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার জন্যে তিনি ক্রাউন সিমেন্ট লিমিটেডকেও জ্ঞাপন করেন।
শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে ক্রাউন সিমেন্ট ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে অন্যান্য অতিথিবৃন্দসহ ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির খেলার উদ্বোধন ঘোষণা করেন। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফরের সভাপতিত্বে ও মো. ইউনুস উল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওচমান গণি পাটোয়ারী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জিন্নাহ পাটওয়ারী, মো. তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, ক্রাউন সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মো. মোশারফ হোসাইন।
উল্লেখ্য, খেলায় ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করে।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।